সভাপতির বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ঐতিহ্যবাহী এই বুরাইয়া কামিল মাদরাসার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একটি আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে এক স্বতন্ত্র ধারার সূচনা করেছে।

আমাদের মূল লক্ষ্য হলো, পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের জীবন গঠন করা এবং একইসাথে তাদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যোগ্য করে তোলা। আমরা বিশ্বাস করি, নৈতিকতা ও উন্নত চরিত্র ছাড়া প্রকৃত শিক্ষা অর্থহীন। তাই academically সেরা হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা যেন মানবিক মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক এবং সমাজের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেদিকে আমরা বিশেষভাবে গুরুত্বারোপ করি।

এই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে। সম্মানিত অভিভাবকগণের আস্থা ও সহযোগিতা আমাদের এই অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মাদরাসা জ্ঞান ও নৈতিকতার বাতিঘর হিসেবে যুগ যুগ ধরে আলো ছড়িয়ে যাবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুন। আমিন।

শুভেচ্ছান্তে,
সভাপতি
গভর্নিং বডি